বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনীদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার হলেও গাংনীতে খুনীদের দেহরক্ষীরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে ।
এম এ লিংকনঃ - বঙ্গবন্ধু হত্যা মামলার খুনীদের ফাঁসি কার্যকরী করা সময়ের ব্যাপার হলেও মেহেরপুরের গাংনীতে খুনী মেজর হুদার দেহরক্ষী ও দোসররা প...
এম এ লিংকনঃ- বঙ্গবন্ধু হত্যা মামলার খুনীদের ফাঁসি কার্যকরী করা সময়ের ব্যাপার হলেও মেহেরপুরের গাংনীতে খুনী মেজর হুদার দেহরক্ষী ও দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পর কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তারা বীর দর্পে এদেশ শাসন করেছে। খুনী হলেও তাদেরকে তৎকালীন সরকার পদ মর্যাদা দিয়ে লালন করেছে। এ সময় গাংনী এলাকার ত্রাস মেজর হুদার দেহরক্ষী ও দোসররা রাম রাজত্ব কায়েম করে ছিল। তাদের দাপটে তৎকালীন আওয়ামীলীগ নেতা কর্মী ও সমর্থকরা বাড়ি ছাড়া হয়েছিল। নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, চাঁদাবাজি ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছিল। বর্তমানে সেই দেহরক্ষী ও দোসররা অনেকে নিজেদের অপকর্ম ঢাকতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতাদের ছত্র ছায়ায় ঘুরো বেড়াচ্ছে।
গোয়েন্দা সুত্রে জানা গেছে, উপজেলার আমতৈল মানিকদিয়া, হেমায়েতপুর, চাঁদপুর, ভোলাডাঙ্গা, কুঞ্জনগর, বাথানপাড়া, গোপালনগর, শালদহ, হাটবোয়ালিয়া গ্রামের অনেকেই খুনী মেজর হুদার সাথে নানা অপকর্ম করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের প্রাণের দাবী ১২ খুনীদের ফাঁসির পাশাপাশি এসব আত্মগোপনকারী সন্ত্রাসী ও খুনীদের ফাঁসির পাশাপাশি এসব আত্মগোপনকারী সন্ত্রাসী ও খুনীদের দোসরদের অবিলম্বে আটক করে শাসিত্মমূলক ব্যবস্থা নেয়া হোক। নইলে ছেড়ে দেয়া কাল সাপ একদিন আবার ছোবল মারতে উদ্যত হবে।