বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনীদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার হলেও গাংনীতে খুনীদের দেহরক্ষীরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে ।

এম এ লিংকনঃ - বঙ্গবন্ধু হত্যা মামলার খুনীদের ফাঁসি কার্যকরী করা সময়ের ব্যাপার হলেও মেহেরপুরের গাংনীতে খুনী মেজর হুদার দেহরক্ষী ও দোসররা প...

এম এ লিংকনঃ- বঙ্গবন্ধু হত্যা মামলার খুনীদের ফাঁসি কার্যকরী করা সময়ের ব্যাপার হলেও মেহেরপুরের গাংনীতে খুনী মেজর হুদার দেহরক্ষী ও দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পর কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তারা বীর দর্পে এদেশ শাসন করেছেখুনী হলেও তাদেরকে তৎকালীন সরকার পদ মর্যাদা দিয়ে লালন করেছেএ সময় গাংনী এলাকার ত্রাস মেজর হুদার দেহরক্ষী ও দোসররা রাম রাজত্ব কায়েম করে ছিলতাদের দাপটে তৎকালীন আওয়ামীলীগ নেতা কর্মী ও সমর্থকরা বাড়ি ছাড়া হয়েছিলনেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, চাঁদাবাজি ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছিলবর্তমানে সেই দেহরক্ষী ও দোসররা অনেকে নিজেদের অপকর্ম ঢাকতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতাদের ছত্র ছায়ায় ঘুরো বেড়াচ্ছে

গোয়েন্দা সুত্রে জানা গেছে, উপজেলার আমতৈল মানিকদিয়া, হেমায়েতপুর, চাঁদপুর, ভোলাডাঙ্গা, কুঞ্জনগর, বাথানপাড়া, গোপালনগর, শালদহ, হাটবোয়ালিয়া গ্রামের অনেকেই খুনী মেজর হুদার সাথে নানা অপকর্ম করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেমুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের প্রাণের দাবী ১২ খুনীদের ফাঁসির পাশাপাশি এসব আত্মগোপনকারী সন্ত্রাসী ও খুনীদের ফাঁসির পাশাপাশি এসব আত্মগোপনকারী সন্ত্রাসী ও খুনীদের দোসরদের অবিলম্বে আটক করে শাসিত্মমূলক ব্যবস্থা নেয়া হোকনইলে ছেড়ে দেয়া কাল সাপ একদিন আবার ছোবল মারতে উদ্যত হবে

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item