গাংনীর বামুন্দী ক্যাম্পের এস,আই শফিকের কর্মকান্ডের প্রশংসা করলেন এলাকাবাসী। তার যোগদানের পর থেকেই বেকায়দায় সুবিধাভোগী দালালরা।

হারুন-অর-রশিদ রবি:- গাংনী উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ হিসেবে সদ্য যোগদানকারী পুলিশের এস , আই শফিকের কর্মতৎপরতায় চর...

হারুন-অর-রশিদ রবি:-গাংনী উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ হিসেবে সদ্য যোগদানকারী পুলিশের এস,আই শফিকের কর্মতৎপরতায় চরম বেকায়দায় কোণঠাসা অবস্থায় রয়েছে সুবিধাভোগী হিসেবে পরিচিত এলাকার দালাল, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ সন্ত্রাসীরা এলাকাসীরা তার কর্মকান্ডের প্রশংসা করলেও সকল সুবিধাভোগী দালালরা এস,আই শফিককে বামুন্দী থেকে সরিয়ে দিতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে

গাংনী উপজেলার বাণিজ্যিক এলাকা খ্যাত বামুন্দী বাজার ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্যে মাদকদ্রব্য বিক্রি হতো প্রকাশ্যে বেড়ে গিয়েছিল ব্যাপকহারে চাঁদাবাজি রীতিমতো এখানকার ব্যবসায়ীরা ছিল চরম আতংকের মধ্যে সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যেতো সকল দোকান-পাট একর পর এক ঘটে চলেছিল বোমা হামলার মতো একাধিক ঘটনা সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হতে হয়েছিল সেরেগুল, পলাশ, হবিসহ বেশ কয়েকজন ব্যবসায়ী রাজনীতিবিদকে সে সময় বামুন্দী ক্যাম্পে কর্মরত ছিলেন এস,আই আনিস তিনি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ সুবিধাভোগীদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিতে পারেননি বরং তিনি সে সময় সকল সুবিধাভোগীদের পক্ষে অবস্থান গ্রহণ করে বিতর্কিত এবং সকলের সমালোচনার পাত্র হয়েছিলেন তার বিরুদ্ধে একের পর এক নানা অভিযোগ উত্থাপিত হতে থাকে সুবিধাভোগীদের কারণেই তার বিরুদ্ধে সাংবাদিকরাও লিখতে ভয় পেতেন সমপ্রতি তাকে বামুন্দী থেকে মেহেরপুরের একটি পুলিশ ক্যাম্পে বদলী করা হয়েছে এবং তার স্থলে এখানে গত সেপেটম্বর তারিখে যোগদান করেছেন এস,আই শফিক তার যোগদানের পর থেকেই সন্ত্রাস মাদক বিরোধী কর্মকান্ডের ফলে সুবিধাভোগী হিসেবে পরিচিত এলাকার দালাল, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ সন্ত্রাসীরা অনেকটা কোণঠাসা বেকায়দায় রয়েছেন তার তৎপরতায় দালালরা পারছেন না পুলিশ ক্যাম্পে গিয়ে দালালী করতে, মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাচ্ছেন অতি গোপনে, চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রকাশ্য মহড়াও থেমে গেছে অনেক বর্তমানে এলাকাবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে এমনি মুহূর্তে ব্যর্থতায় পর্যবসিত সকল সুবিধাভোগীরা এস,আই শফিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে এখান থেকে সরানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে এলাকার বেশ কিছু সাধারণ জনগণের সাথে সরেজমিনে কথা বলে জানা গেছে, যেসকল সুবিধাভোগী ক্যাম্পের দালাল, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা তাদের সুবিধার্থে এলাকার পরিবেশ উত্তেজিত করে রেখেছিল তারাই চাচ্ছে এস,আই শফিককে সরিয়ে দিতে তাদের ইচ্ছা পুরণ হলে তা হবে অন্যায়কে মেনে নেয়া

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item