দীর্ঘদিনেও হদিস মেলেনি অসিতিপর বৃদ্ধ শাহাদতের
এম এ লিংকনঃ- দীর্ঘ ছয় মাস পূর্বে নিজ বাড়ি শিমূলতলা থেকে আত্মিয় বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছেন অসিতিপর বৃদ্ধ শাহাদত। অদ্যবধি তিনি ফিরে আসেন ...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_9886.html
এম এ লিংকনঃ- দীর্ঘ ছয় মাস পূর্বে নিজ বাড়ি শিমূলতলা থেকে আত্মিয় বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছেন অসিতিপর বৃদ্ধ শাহাদত। অদ্যবধি তিনি ফিরে আসেন নি। কোথায় আছেন তা কেও জানে না। পরিবারের লোকজন হন্যে হয়ে খুজেও তার সন্ধান মিলাতে পারেনি।
গাংনী উপজেলার শিমূলতলা গ্রামের শাহাদত (৮৫) মসিত্মষ্ক বিকৃত রোগে ভুগছিলেন। বিভিন্ন সময়ে সে প্রলাপ বকতো। ছয় মাস আগে সে আত্মীয় বাড়ি যাবার কথা বলে বেরিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোজা খুজি করে তাকে পাওয়া যায় নি বলে জানিয়েছেন শাহাদতের পরিবারের লোকজন। তার পরণে ছিল চেক লুঙ্গি ও সাদা গেঞ্জী। কোন ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩১-৫৯৯৩৬৩ নাম্বারে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন শাহাদতের পুত্র মফিজুল।