গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষা অনুষ্ঠিত॥ উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন।
গাংনী থেকে সাইদুর রহমানঃ- সারা দেশের ন্যায় গতকাল মেহেরপুরের গাংনীতেও প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ কেন্দ্রে ৪হাজার ১শ ...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_1443.html
গাংনী থেকে সাইদুর রহমানঃ- সারা দেশের ন্যায় গতকাল মেহেরপুরের গাংনীতেও প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ কেন্দ্রে ৪হাজার ১শ ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, গতকালের পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়েই সমাপনি পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। কয়েকটি কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল আলম গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয়, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়, বামুন্দি নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ও করমদি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে সনেত্মাষ প্রকাশ করেছেন।
অন্যদিকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সনেত্মাষ প্রকাশ করেছেন।