গাংনীর তেরাইল গ্রামে পুকুরে বিষ প্রয়োগ॥ সর্বশান্ত মাছ চাষী॥
এম এ লিংকন গাংনী থেকে - মেহেরপুরের গাংনী উপজেলার গ্রামের মাছ চাষী রহমান (৪৫)র পুকুরে দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করেছে । ...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_4148.html
এম এ লিংকন গাংনী থেকে - মেহেরপুরের গাংনী উপজেলার গ্রামের মাছ চাষী রহমান (৪৫)র পুকুরে দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করেছে। গত শুক্রবার রাতে বিষ প্রয়োগ করা হয়েছে।
জানা গেছে, এ উপজেলার তেরাইল গ্রামের নুর বক্স শাহের ছেলে রহামান (৪৫) তেরাইল জোড়পুকুরিয়া কলেজের দু’টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। গত শুক্রবার দুষ্কৃতিরা তার লিজ নেওয়া পুকুরে বিষ দেয়। সকালে লোকমারফত জানতে পারে মাছ মারা যাওয়ার ঘটনা। পরে জেলে এলে মাছ ধরার সময় পাওয়া যায় বিষের বোতল।এতে দু’লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।