পারিবারিক কলহের জের ধরে গাংনী দু’যুবকের বিষপানে আত্মহত্যার অপচেষ্টা।
এম এ লিংকনঃ- গাংনীতে পারিবারিক কলহের জের ধরে পৃথক দু’পল্লীতেদু’যুবকের বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় পিতার বকু...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_30.html
এম এ লিংকনঃ- গাংনীতে পারিবারিক কলহের জের ধরে পৃথক দু’পল্লীতেদু’যুবকের বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় পিতার বকুনি খেয়ে ধলা গ্রামের মহসিন মালিথার ছেলে সায়েম(২২)এবং ঈদের দিন বিকেলে পিতার কাছে পকেট খরচের টাকা চেয়ে না পেয়ে অভিমানে কড়ুইগাছি গ্রামের খোদা বকসের ছেলে রিপন(১৮) বিষপান করে।এদের গাংনী উপজেলা সাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসাধনি রাখা হয়েছে।