গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি কেন্দ্রে জমা॥
এম এ লিংকন গাংনী থেকে - মেহেরপুরের গাংনী উপজেলার মুক্তি যোদ্ধাদের একটি আহবায়ক কমিটি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কা...
এম এ লিংকন গাংনী থেকে - মেহেরপুরের গাংনী উপজেলার মুক্তি যোদ্ধাদের একটি আহবায়ক কমিটি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে জমা দেওয়া হয়েছে। গত ১ b‡f¤^i এ আহবায়ক কমিটি জমা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মতিয়ার রহমান, নূরুল ইসলাম, মোজাম্মেল হক, আব্দুল হান্নান, আব্দুল জলিল। গত ২ b‡f¤^i দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সর্ব সম্মতি ক্রমে মুক্তিযোদ্ধাদের আহবায়ক কমিটি প্রকাশ পেলে মুক্তিযোদ্ধাদের মাঝে ফিরে এসেছিল ঐক্যের সুরে। গতকাল আরও দ্বিধা বিভক্ত হল গাংনীর সর্বকালের সর্বশ্রেষ্ট্র সন্তানরা। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা বলেন- কোন আহবায়ক কমিটি পাশ করা হয়নি। একমাত্র আমাদের কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। তা ছাড়া উপজেলা এখন চলছে নির্বাচন প্রস্তুতি কমিটি।