গাংনীতে লোকমোর্চার দ্বিমাসিক সভা অনুষ্ঠিত ।
গাংনী থেকে তাহেরুলঃ গাংনীতে উপজেলা লোকমোর্চার দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ সভা কক্ষ...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_4299.html
গাংনী থেকে তাহেরুলঃ গাংনীতে উপজেলা লোকমোর্চার দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ সভা কক্ষে উপজেলা লোকমোর্চার সভাপতি ফজলুল হক সেন্টুর সভাপতিত্বে লোকমোর্চার বিভিন্ন কার্যক্রম এবং সফলতা -বিফলতা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর,লোকমোর্চার সম্পাদক আমিরুল ইসলাম অল্ডাম, জেলা সম্পাদক দিলরুবা সুলতানা,নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, সহ উপজেলা লোকমোর্চার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিও ওবাইদুর রহমান ও আহসান হাবীব প্রমূখ।
সভায় লোকমোর্চার কার্যক্রমের পর্যালোচনা শেষে প্রাথমিক শিক্ষা,কৃষি ও সেচ্ছাসেবক খাতের বিভিন্ন সুবিধা ও অসুবিধা সর্ম্পকে বিশধ আলোচনা করা হয়।
সভায় লোকমোর্চার কার্যক্রমের পর্যালোচনা শেষে প্রাথমিক শিক্ষা,কৃষি ও সেচ্ছাসেবক খাতের বিভিন্ন সুবিধা ও অসুবিধা সর্ম্পকে বিশধ আলোচনা করা হয়।