গাংনীতে ২৯টি মহিলা সমিতির অনুকুলে দেড় লক্ষাধিক টাকা অনুদান প্রদান।
এম এ লিংকনঃ - গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ বছর ২৯টি সমিতির অনুকুলে ১ লাখ ৫৬ হাজার টাকা অনুদানের চেক প্রদান করে...

https://gangninews.blogspot.com/2009/11/blog-post_17.html
এম এ লিংকনঃ- গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ বছর ২৯টি সমিতির অনুকুলে ১ লাখ ৫৬ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সমিতির কার্যক্রম মূল্যায়ন করে ৩ ভাগে সমিতি গুলোকে অনুদান প্রদান করা হয়েছে। সর্ব্বোচ্চ ২২ হাজার এবং সর্বনিম্ন ১২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সমিতি ভুক্ত অতি দরিদ্র মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে উক্ত অনুদান প্রদান করা হয়।