নারী কেলেংকারী ও অর্থ আত্মসাতের অভিযোগে গাংনীর ষোলটাকা ইউপি বিএনপি সম্পাদক গ্রেফতার
গাংনী অফিসঃ- নারী কেলেংকারী ও অর্থ আত্মসাতের অভিযোগের মেহেরপুরের গাংনী উপজেলা ষোলটাকা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নেন্টু (...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_3729.html
গাংনী অফিসঃ- নারী কেলেংকারী ও অর্থ আত্মসাতের অভিযোগের মেহেরপুরের গাংনী উপজেলা ষোলটাকা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নেন্টু (৪০)কে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
জানা গেছে, মাস তিনেক আগে নেন্টু এ উপজেলার শিমূলতলা গ্রামের মোঃ রসুলের মেয়ে তিন সনত্মানের জননি রাজিয়া (৫০) কে প্রলোভন দেখিয়ে বের করে নিয়ে যায়। নেন্টুর প্রচারনায় রাজিয়া সে সময় তিন লক্ষাধিক টাকা নিয়ে ভেগে ছিল। রাজিয়ার বাবার দায়ের করা মামলায় নেন্টুকে আটক করে পুলিশ। নেন্টু এ উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের নাসির বিশ্বাসের ছেলে। নেন্টুর বিরুদ্ধে পুর্বেও নারী কেলেংকারী অভিযোগ রয়েথছ।
জানা গেছে, মাস তিনেক আগে নেন্টু এ উপজেলার শিমূলতলা গ্রামের মোঃ রসুলের মেয়ে তিন সনত্মানের জননি রাজিয়া (৫০) কে প্রলোভন দেখিয়ে বের করে নিয়ে যায়। নেন্টুর প্রচারনায় রাজিয়া সে সময় তিন লক্ষাধিক টাকা নিয়ে ভেগে ছিল। রাজিয়ার বাবার দায়ের করা মামলায় নেন্টুকে আটক করে পুলিশ। নেন্টু এ উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের নাসির বিশ্বাসের ছেলে। নেন্টুর বিরুদ্ধে পুর্বেও নারী কেলেংকারী অভিযোগ রয়েথছ।