গাংনীতে লাল পতাকার অঞ্চলিক কমান্ডার বাদশা ভাই জনতার হাতে নিহত॥ অস্ত্র উদ্ধার॥
ঘটনা স্থল থেকে ফিরে সাইদুর রহমানঃ- গাংনী উপজেলার রাইপুর গ্রামে শনিবার রাত দেড়টার সময় একদল সন্ত্রাসী হানা দিলে গ্রামবাসীর সাথে প্রতিরোধে সংঘ...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_7831.html
ঘটনা স্থল থেকে ফিরে সাইদুর রহমানঃ- গাংনী উপজেলার রাইপুর গ্রামে শনিবার রাত দেড়টার সময় একদল সন্ত্রাসী হানা দিলে গ্রামবাসীর সাথে প্রতিরোধে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন বিপ¬বি কমিউনিষ্ট পার্টি এমএল (লাল পতাকা)’র আঞ্চলিক কমান্ডার বাদশা ওরফে বাদশা ভাই নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টারগান ও ১রাউন্ড বন্দুকের গুলি, ১টি গুলির খোস, ও লাঠিসোট উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি সগির মিঞা জানান, গ্রামবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা এক রাউন্ড গুলি ছোড়ে। ১০/১২ জন সন্ত্রাসী পালিয়ে গেলেও লাল পতাকা’র আঞ্চলিক কমান্ডার বাদশা ওরফে বাদশা ভাইকে ধরে গ্রামবাসীরা পিটিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে টহলে থাকা থানার সেকেন্ড অফিসার গোলাম মহম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তার নামে গাংনী থানায় ১টি হত্যা মামলা সহ ডাকাতি, বিষ্ফোরক দ্রব্য আইনে, চাঁদাবাজি সন্ত্রাসীর ৭টি মামলা ও ১টি জিডি এবং অনেক অভিযোগ রয়েছে। নিহত বাদশা রাইপুর গ্রামের আবুছ উদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক থেকে চাঁদাবাজি ও বোমাবাজি করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। ২০০৭ সালে লাল পতাকা’র আঞ্চলিক নেতা গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের হাউস ওরফে লিপু ক্রস ফায়ারে হওয়ার পরে বাদশা ভাই এলাকার দায়িত্ব গ্রহণ করে।