গাংনীতে নছিমনের চাকা ব্রাষ্ট হয়ে মিস্ত্রি আহত ॥
গাংনী থেকে সাইদুর রহমানঃ নসিমনের চাকা মেরামত করতে গিয়ে চাকা ব্রষ্ট হয়ে মারাত্ম আহত হয়েছেন ফারুক (২৫) নামের মোটরযান মিস্ত্রি । গতকাল সোমাব...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_25.html
গাংনী থেকে সাইদুর রহমানঃ নসিমনের চাকা মেরামত করতে গিয়ে চাকা ব্রষ্ট হয়ে মারাত্ম আহত হয়েছেন ফারুক (২৫) নামের মোটরযান মিস্ত্রি। গতকাল সোমাবার দুপুরে গাংনী বাজারের কাথুলী মোড়ে অবস্থতি তার নিজ গ্যারেজে এ দূর্ঘটনা ঘটে।
আহত সুত্রে প্রকাশ, নছিমনের চাকা মেরামত করার সময় ভুল বশত চাকার হাওয়া বের না করে চাকা খুলতে গিয়ে ব্রাষ্ট হয়। এতে তার মুখের বিভিন্ন স্থানে ক্ষত হয়। স্থানীয়রা তাকে দ্রুত গাংনী উপজেলা ¯^v¯’¨ কমপেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।