গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ১০টি কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা ২৩৬ জন।

এম এ লিংকন/এম এ হোসেনঃ-গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১ম দিনে বাংলা ও বিজ্ঞান অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে...

এম এ লিংকন/এম এ হোসেনঃ-গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১ম দিনে বাংলা ও বিজ্ঞান অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৩৬ জন। শতকরা ৫ ভাগ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে জানা গেছে, পরীক্ষা নকল মুক্ত সুষ্ট ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাংনীতে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৩০ জন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রতি ইউনিয়নে ১টি করে পরীক্ষা কেন্দ্র হওয়ায় অপেক্ষাকৃত দুরের ছেলে মেয়েরা অংশ নিতে পারেনী। পরীক্ষা কেন্দ্র গুলোতে ২ জন করে ১ম শ্রেণীর কর্মকর্তা মনিটরিং করেন। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীবের তথ্যানুযায়ী কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ১২ জন, করমদি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫১০ জনের মধ্যে অনুপস্থিত ২৮ জন, সাহেবনগর মাঃ বিদ্যালয় কেন্দ্রে ৫২৭ জনের মধ্যে ১৫জন, বামন্দী কেন্দ্রে ২৯৪ জনের মধ্যে ১৮ জন, বাওট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৯৬ জনের মধ্যে ২৫ জন, জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৭ জনের মধ্যে ৩৪ জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩১ জনের মধ্যে ১৯ জন, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৩৩ জনের মধ্যে ৫৪ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ২৫০ জনের মধ্যে ১৪ জন এবাং গাংনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬১ জনের মধ্যে ১৭ জন সর্বমোট ২৩৬ জন ছাত্র ছাত্রী অনুপস্থিত রয়েছে।
পরীক্ষা সম্পর্কে প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হাবীব এ প্রতিনিদির কাছে সনেত্মাষ প্রকাশ করে বলেন, আমরা সফল ভাবে পরীক্ষা নিতে পেরেছি। মাত্র ৫% পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। রিসোর্চ অফিসার জানান, এস, এস, সি পরীক্ষার চেয়েও ভালভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কক্ষ পরিদর্শকগণ আনত্মরিক ভাবে পরীক্ষা গ্রহণ করেছেন।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item