মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে নবীন বরন। জামকালো অনুষ্ঠান॥ শিক্ষা গ্রহণে মনোনিবেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাসত্মবায়নের আহবান
এম এ লিংকনঃ- মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের রকমারী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল ম...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_10.html
এম এ লিংকনঃ- মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের রকমারী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রানবনত্ম বক্তব্য রেখে অনুষ্ঠানকে সফল করে তোলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম। আলোচনা সভায় বক্তারা বলেন বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সনত্মান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রেখে যাওয়া মুক্তিযুদ্ধের উত্তরাধিকার লড়াকু সংগঠন বাংলাদেশের ছাত্রলীগ। এ সংগঠন দেশের গর্ব। আজকের নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ। জীবন গড়তে হলে লেখা পড়ায় বিকল্প নেই। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি। পৌর মেয়র আহমেদ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াশিম সাজ্জাদ লিখন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সদস্য আওয়ামীলীগ নেতা ইয়াছিন রেজা। উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আহসান, , ছাত্রলীগ নেতা বিপ্লব প্রমুখ। গাংনীতে কর্মরত দৈনিক সময়ের কাগজ/দৈনিক জনতার সাংবাদিক এম এ লিংকন, মাহাবুব আলম উপস্থিত থেকে সংবাদ সগ্রহ করেন।