গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ।

গাংনী থেকে তাহেরুল ॥ গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে । গতকাল বুধবার বিকেলে কুমারীডাঙ্গা পল­ী উন্নয়ন সংস্...

গাংনী থেকে তাহেরুল গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছেগতকাল বুধবার বিকেলে কুমারীডাঙ্গা পল­ী উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ এজজিও ফাইন্ডেশনের সহযোগিতায় সংস্থার সভাকক্ষে সহায়ক উপকরণঃ হুইল চেয়ার, ক্রাচ এবং এলবো ইত্যাদি বিতরণ করা হয়েছে

অনুষ্ঠানে উপজেলা ভাইচ চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেনএ সময় বিশেষ অতিথি ছিলেন, জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম, গ্রামীণ ব্যাংক গাংনী শাখার এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, প্রশিকার এরিয়া mgš^qKvix আব্দুর রাজ্জাক, কুমারীডাঙ্গা সংস্থার সাবেক পরিচালক হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমূখঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিজানুর রহমান

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে ¯^vMZ বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক এ,কে,এম, কামরুজ্জামান

অনুষ্ঠান শেষে রাজাপুরের সামিমা, মহব্বতপুরের রাইমন ও কচুইখালী গ্রামের শিল্পী খাতুন (৩ জন) কে হুইল চেয়ার এবং কোদাইলকাটির হামিদুল, বানিয়াপুকুরের বাদল, হোগলবাড়িয়ার আকবর এবং জালসুকার কলেজ ছাত্র জাহিদুলকে ক্রাচ বিতরণ করা হয়, এছাড়াও ৪ জনকে এলবো ও ৯ জনকে সাদাছড়ি বিতরণ করা হয়েছে

অনুষ্ঠানে বক্তারা বেসরকারী সংগঠনের পাশাপাশি হত দরিদ্র প্রতিবন্ধীদের সাহাযার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা এবং সহযোগিতার হাত বাড়াতে আহবান জানানো হয়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item