গাংনীতে পৌর নির্বাচনের হাওয়া- প্রায় ডজন খানেক সম্ভব্য মেয়র প্রার্থীদের দৌড়- ঝাপ। গণসংযোগ শুরু

মোঃ তাহেরুল ইসলাম তপন, গাংনী, থেকেঃ - গাংনী পৌর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। প্রায় ডজন খানেক সম্ভব্য মেয়র প্রার্থীদের দৌড়- ঝাপ শুরু হয়ে...

মোঃ তাহেরুল ইসলাম তপন, গাংনী, থেকেঃ - গাংনী পৌর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। প্রায় ডজন খানেক সম্ভব্য মেয়র প্রার্থীদের দৌড়- ঝাপ শুরু হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নিজেদের মনোনীত প্রার্থী হিসেবে জাহির করে গণসংযোগ শুরু করেছেন। পৌর মেয়র পদে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র আ’লীগ নেতা আহাম্মদ আলী, আ’লীগ নেতা হাজী মহাসিন আলী, মোশারফ হোসেন, বিএনপি নেতা গোলাম মেহেদী, ইনসারুল হক, কামরুজ্জামান ডাবু, সতন্ত্র প্রার্থী আজম আলী বিশ্বাস, জামায়াত নেতা ডাঃ রবিউল ইসলাম ও মাওলানা আঃ সামাদ, জাতীয় পাটি ( জেপি) বুলবুল হোসেন প্রমুখ। নির্বাচন কমিশনারের নির্বাচনী অধ্যাদেশ সূত্রে জানা গেছে, আগামী ২০১০ সালের মার্চ মাসে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মেয়াদোর্ত্তীর্ন পৌরসভা হিসেবে গাংনী পৌরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থঅরা নিজ নিজ অবস্থান দৃঢ় করতে সকলের কাছে শুভেচ্ছাও নিতে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে করমর্দনকরছে। অন্যদিকে প্রতি ওয়ার্ডের কাউন্সিলর পদে শতাধিক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। জামায়াত সংগঠনের পক্ষ থেকে মাওলানা আঃ সামাদ সম্ভব্য প্রার্থী হিসেবে ঘোষনা দেয়ায় জামায়াত নেতাদের মধ্যে সমযোতার অভাব পরিলক্ষিত হচ্ছে। ডাঃ রবিউল ইসলামকে দলের পক্ষে মনোনয়ন দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছে জামায়াত নেতারা। অন্যদিকে মোশাররফ হোসেন আ’লীগের সমর্থনে প্রার্থী হবেন বলে ইচ্ছা পোষন করেছেন। যদিও চলতি মেয়র আহমোমদ আলী জায়গা ছাড়বেন না বলে জানিয়েছেন।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item