বঙ্গবন্ধু হত্যার রায় ঘোষনায় গাংনীতে আলোচনা সভা ও দো’আ মোনাজাত।

গাংনী থেকে সাইদুর রহমানঃ ¯^vaxbZvi স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ঐতিহাসিক যুগানত্মকারী রায় ঘোষনা হওয়ায় গত...



গাংনী থেকে সাইদুর রহমানঃ ¯^vaxbZvi স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ঐতিহাসিক যুগানত্মকারী রায় ঘোষনা হওয়ায় গতকাল শুক্রবার বিকেলে গাংনী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আলোচন সভা ও দোআ মাহফিল অনুষ্টিত হয়

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, পৌর মেয়র আহমেদ আলী, জেলা আলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক আয়ুব আলী, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, লীগ নেতা মনিরুজ্জামান আতু, শফিকুল ইসলাম, মজিরুল ইসলাম, ছেপু, তহসিন আলী †g¤^i, যুবলীগের সম্পাদক শফি কামাল পলাশ, পৌর যুবলীগের সম্পাদক রাহিবুল ইসলাম, সাহারবাটি ইউপি যুবলীগের সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগের আহবায়ক আব্দুল আলিম, ছাত্র নেতা আহসান, কলেজ ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম ও আলীগ নেতা টুটুল প্রমূখ

বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়েই জাতি কলঙ্কমুক্ত হয়েছেমানুষের মাঝে ¯^w¯Í ফিরে এসেছেজনগণ এ বিচারের জন্য অপেক্ষা করছিলঐতিহাসিক যুগানত্মকারী এ রায় ঘোষণার মধ্য দিয়েই দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেরায় বাসত্মবায়নের মধ্য দিয়েই এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দুর হবেঅনতিবিলম্বে রায় কার্যকর হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন

অন্যদিকে গতকাল শুক্রবার গাংনী উপজেলার বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন প্রতিষ্টানে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item