গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ। ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন।

গাংনী সংবাদদাতাঃ-জেলার গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে । গত শুক...

গাংনী সংবাদদাতাঃ-জেলার গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে । গত শুক্রবার দিন-গত রাতে কে’বা কাহারা উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ইমারুল, শাহাব উদ্দিন ও আঃ কাদেরের ২টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। মাছ চাষীরা জানিয়েছেন, আমরা ২ একর জলাকার বিশিষ্ট ২টি পুকুরে বর্গা নিয়ে মাছ চাষ করছি। রাজনৈতিক প্রতিহিংসা বশতঃ ক্ষতি করেছে বলে ধারণা করে সন্দেহ ভাজনদের বিরুদ্ধে থানায় জিডি করার হয়েছে। এ ব্যাপারে উপজেলার সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও পুলিশ প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item