গাংনী থানা পুলিশের অভিযান ৩ জুয়াড়ি আটক
এম এ লিংকনঃ- গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে। গত বুধবার রাতে এ উপজেলার ধানখোলা ইউপি’র ঢ...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_8702.html
এম এ লিংকনঃ- গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে। গত বুধবার রাতে এ উপজেলার ধানখোলা ইউপি’র ঢেপা-বাহাগুন্দা মাঠ থেকে ৩ জুয়াড়ী (১) হাবিবুর রহমান, (২) চাঁন মিয়া, (৩) মেছের আলীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, এ উপজেলার ধানখোলা ইউ,পি’র ঢেপা বাহাগুন্দা মাঠে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে এস,আই মুরাদের নেতৃত্তে একটি টিম ঢেপা গ্রামের মোজাম্মল হকের ছেলে হাবিবুর রহমান (৪৫) নূর মহাম্মদের ছেলে চাঁন মিয়া (৩০) সুন্নত আলীর ছেলে মেছের আলীকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, এ উপজেলার ধানখোলা ইউ,পি’র ঢেপা বাহাগুন্দা মাঠে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে এস,আই মুরাদের নেতৃত্তে একটি টিম ঢেপা গ্রামের মোজাম্মল হকের ছেলে হাবিবুর রহমান (৪৫) নূর মহাম্মদের ছেলে চাঁন মিয়া (৩০) সুন্নত আলীর ছেলে মেছের আলীকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।