গাংনীতে পুত্রের হাতে পিতা খুন।
গাংনী থেকে তাহেরুলঃ- মেহেরপুরের গাংনী পৌরসভাধীন পশ্চিম মালসাদহ গ্রামে পাষন্ড পুত্র হাফিজুল তার পিতা মোজ্জামেল হক (৫৫) কে পানিতে চুবিয়ে নির্...
https://gangninews.blogspot.com/2009/11/blog-post_22.html
গাংনী থেকে তাহেরুলঃ- মেহেরপুরের গাংনী পৌরসভাধীন পশ্চিম মালসাদহ গ্রামে পাষন্ড পুত্র হাফিজুল তার পিতা মোজ্জামেল হক (৫৫) কে পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে তিনটার সময় বাড়ির পাশের নিজ পুকুরে গোসল করার সময় হাফিজুল তার পিতাকে এভাবে হত্যা করে।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বাড়ি নির্মানের টাকা নিয়ে কোন্দলের জের ধরে হাফিজুল প্রায়ই তার পিতাকে নির্যাতন করত। গতকাল দুপুরে তার পিতা বাড়ির পাশে নিজ পুকুরে গোসল করতে গেলে সুযোগ বুঝে হাফিজুল পিতার পিছু নেয় এবং তাকে পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যাবার সময় প্রতিবেশীরা তা দেখে ফেলে। ঘাতক পুত্র পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যনত্ম নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বাড়ি নির্মানের টাকা নিয়ে কোন্দলের জের ধরে হাফিজুল প্রায়ই তার পিতাকে নির্যাতন করত। গতকাল দুপুরে তার পিতা বাড়ির পাশে নিজ পুকুরে গোসল করতে গেলে সুযোগ বুঝে হাফিজুল পিতার পিছু নেয় এবং তাকে পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যাবার সময় প্রতিবেশীরা তা দেখে ফেলে। ঘাতক পুত্র পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যনত্ম নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।