কমিটি গঠন নিয়ে গাংনী উপজেলা বিএনপি দ্বিধাবিভক্ত। আজ উপজেলা কমিটি গঠন।

এম এ লিংকন :- বিএনপি’র ঘাটি খ্যাত গাংনী উপজেলা বিএনপি’র নেতা কর্মী সমর্থকরা কমিটি গঠন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। গত ৩০/১০/০৯ হতে শুরু করে ...

এম এ লিংকন :- বিএনপি’র ঘাটি খ্যাত গাংনী উপজেলা বিএনপি’র নেতা কর্মী সমর্থকরা কমিটি গঠন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। গত ৩০/১০/০৯ হতে শুরু করে এ পর্যনত্ম গঠিত গাংনী নেতাকর্মী সমর্থকদের সাংগঠনিক তৎপরতায় বিচ্ছিন্ন ভাবে বাধা প্রদান এবং অনিয়মতান্ত্রিক,স্বজনপ্রীতি অভিযোগ এনে ত্যাগী নেতাকর্মীরা বলেছেন তিলতিল করে গড়ে ওঠা বিএনপি আজ দ্বিধাবিভক্ত। নানা অভিযোগে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর পর্যায়ে কমিটি গঠন নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে- কাথুলী ইউনিয়নে রউফ মাষ্টারকে সভাপতি ও জাফর আকবরকে সভাপতি করা হলেও বেল্টু চেয়ারম্যানকে সভাপতি ও সামসুজ্জোহা মাষ্টারকে সম্পাদক করে বিদ্রোহী কমিটি করা হয়েছে, তেতুলবাড়ি ইউনিয়নে গাংনীতে বসবাসকারী আবু সায়েম পল্টুকে সভাপতি ও মামুনকে সম্পাদক করা হলেও ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আব্দুস সাত্তারকে সভাপতি ও আকামত কে সম্পাদক করে অপর একটি কমিটি করা হয়েছে। কাজিপুর ইউনিয়নে রাহাতুল চেয়ারম্যানকে সভাপতি ও মতিমোল্লাকে সম্পাদক করে কমিটি গঠন করা হলেও মিন্না মেম্বার আতাউল হক আন্টুকে সভাপতি ও সরওয়ার/মকলেচুর রহমানকে সম্পাদক করে কমিটি করা হয়েছে। বামন্দী ইউনিয়নে আমিরুল ইসলামকে সভাপতি ও নাহিদ বিশ্বাসকে সম্পাদক করে কমিটি গঠন করা হলেও রয়েছে নান বির্তক। মটমূড়া ইউনিয়নে মজনু চেয়ারম্যানকে সভাপতি রিপাক মাষ্টার কে সম্পাদক করা হলেও হামিদকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সম্পাদক করে অপর কমিটি তৈরী হয়েছে। ষোলটাকা ইউনিয়নে সাবদাল হোসেন কালু চেয়ারম্যাকে সভাপতি, নেন্টুকে সম্পাদক করা হলেও কমরেড নাসির, সহিদু/হেলাল কে নিয়ে অপর একটি কমিটি তৈরীর পরিকল্পনা চলছে। এ ব্যাপারে কমিটির সভাপতি সাবদাল হোসেন কালু বলেন এমপি তার মত করে কমিটি করছে। সভাপতি হওয়ার পরও মেনে নিতে পারিনি, তবে বিরোধী দলের চাপ, নিজেদের ঐক্য বজায় রাখতে মেনে নিয়েছি। রায়পুর ইউনিয়নে নাসির প্রফেসর কে সভাপতি, রবিউল ইসলামকে সম্পাদক করে কমিটি করা হলেও হাফিজুর রহমান ও আবদাল হক রয়েছেন বিরোধী শিবিরে। সাহারবাটি ইউনিয়নে নজরুল ইসলামকে সভাপতি ও গোলাম ফারুক কে সম্পাদক করা হলেও শরিফ বাবলু/নজরুল ইসলাম ও আক্তার রয়েছেন অন্য কমিটি নিয়ে ধানখোলা- “ক” অঞ্চলে সাইদুল মাষ্টারকে সভাপতি ও মুন্টু মাষ্টারকে সম্পাদক করে কমিটির গঠন করা হলেও বিরোধী শিবিরে রয়েছেন জিয়া স্যার রফিক প্রফেসর, বুলবুল আহমেদের নাম অনুরূপ ঘটনা ঘটেছে পৌর ওয়ার্ড কমিটি গুলতে। পৌর ১নং ওয়ার্ড রবিউল কে সভাপতি গণিকে সম্পাদক করে কমিটি গঠন করা হলেও রফিক মাস্টার/স্বপনকে সভাপতি সামসুজ্জামান/হামিদকে সম্পাদক করার জোর দাবী রয়েছে। ২নং ওয়ার্ডে আলভিকে সভাপতি ও ওদুধ কে সম্পাদক করা চাপা ক্ষোভে রয়েছে এ ওয়ার্ডের বিএনপি কর্মীরা এ ওয়ার্ডে সেলিমকে সভাপতি সরওয়ার/আশাকে সম্পাদক করার দাবী ওঠেছে। ৩নং ওয়ার্ড নুরু মাষ্টারকে সভাপতি ও আনোয়ারকে সম্পাদক করাই রব উঠেছে এ ওয়ার্ডে জামায়াত ও আওয়ামীলীগের লোকদের নিয়ে কমিটি করা হয়েছে। ৪ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন বাবুকে সভাপতি, আজিবার রহমানকে সম্পাদকরা কমিটি গঠন করাই মহিবুলকে সভাপতি ও এনামূল হক কে সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। বির্তক দেখা দিয়েছে ৬নং ওয়ার্ডে বলা হয়েছে যারা বিএনপি শব্দের অর্থ জানে না তেমনি পশ্চিম মালসাদহ গ্রামের রাজু আহমেদ কে সভাপতি ও ফতাই পুরের মাছ বিক্রেতা নাসির কে করা হয়েছে সম্পাদক। সে কারনের পোড় খাওয়া মাহাতাব মাষ্টার ও নুরুল ইসলাম নিয়ে গঠন করা হয়েছে আলাদা কমিটি ৭নং ওয়ার্ডে মহাসিন আলীকে সভাপতি ও হিরোক কে সম্পাদক করাই তৈরী হয়েছে বিদ্রোহী কমিটি। ৯নং ওয়ার্ডে ফজলু কে সভাপতি ও বাবু সরকারকে সম্পাদক করাই ক্ষোভে ফাটছে আবুল হাশেম ফুলচাঁদ, এনামূল, ছাদআলী, মহাবুল। ত্যাগী নেতা কর্মীরা এ প্রতিনিধি জানিয়েছে জেলা বিএনপির আহবায়ক এমপি আমজাদ হোসেন ও যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন তাদের পছন্দ মত কমিটি গঠন করাই কমিটির বিপরীতে কমিটি গঠন করে জমা দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে আলাপ কালে জানা গেছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে এসব কমিটি গঠন করেছেন জেলা বিএনপি’র আহবায়ক মেহেরপুর-২ গাংনীর এমপি আমজাদ হোসেন। অনেকে এ কমিটিকে পকেট কমিটি, মাষ্টার কমিটি ও ঘর জামাই কমিটি আখ্যা দিয়ে বলেছেন এতে দলের সাংগঠনিক তৎপরতা বাধা গ্রস্থ হবে। কমিটি গঠনে পূণঃ বিবেচনা না করলে উপজেলা বিএনপির গৃহীত কার্যক্রম বাসত্মবায়নে স্থবিরতা দেখা দিতে পারে। এ ব্যাপারে গাংনীউপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো জানান বিশেষ করে এম,পি সাহেব তার পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করছেন।বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টন বলেন বলতে গেলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আশা পূরুণ করা হয়নি। সকল অভিযোগ বানোয়াট আখ্যাদিয়া যুগ্ম আহবায়ক বিএনপি নেতা ইসমাইল হোসেন জানান আজ ১৫ নভেম্বর উপজেলা কমিটি সম্পন্ন হবে। কেন্দ্র নির্দেশিত গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হচ্ছে, যুগ্ম আহবায়ক হওয়ায় আহবায়কের সাথে সময় দিতে হচ্ছে। পকেট কমিটি ব্যাপারে বলেন যারা পূর্বে পকেট কমিটি অভ্যসত্ম তারাই এমন করছে। উদাহরণ স্বরুপ বলেন জাফর আকবর ও সাবদাল হোসেন কালু তাদের অবস্থানেই রয়েছেন। এ কমিটি নিয়ে শুধু এলাকাতেই নয় কেন্দ্রে উপস্থিত হয়েও চলছে হাতা হাতির মত ঘটনা। বর্তমানে কমিটি গঠন নিয়ে এক গ্রুপে রয়েছেন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, শামসুল আলম সোনা, মোসত্মাফিজুর রহমান স্বপন, মুরাদ আলী, আসাদুজ্জামান বাবলু, জাভেদ মাসুদ মিল্টন, অন্যদিকে রয়েছে এমপি আমজাদ হোসেন ও তার অনুসারীরা অন্যদিকে বিএনপি এমন দুরবস্থা দেখে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা সাবেক এমপি আব্দুল গণির কথা উল্লেখ করে বলেন এমন সময় গনি মাঠে থাকলে হয়তো কিছু একটা হতো একদিকে বিরোধী দলের চাপ অন্যদিকে নিজ গৃহে বিবাদ। অনেক ত্যাগী নেতা কর্মী তাদেরকে রাজনৈতিক মাঠ থেকে নিজেদের গুটিরা নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি’র ঘাটি খ্যাত গাংনী উপজেলা তার ঐক্য হারাবে বলে মনে করছেন অনেকে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item