গাংনীতে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ধরে ছিনতাই॥

গাংনী থেকে মোসত্মাফিজুর রহমানঃ গাংনীতে প্রকাশ্য দিবালোকে রাসত্মা অবোরধ করে একটি হিরো হোন্ডা স্পেন্ডার মোটর সাইকেল এবং ১ লক্ষ ৭০ হাজার টাকা ...

গাংনী থেকে মোসত্মাফিজুর রহমানঃ গাংনীতে প্রকাশ্য দিবালোকে রাসত্মা অবোরধ করে একটি হিরো হোন্ডা স্পেন্ডার মোটর সাইকেল এবং ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে গেছে অস্ত্রধারীরা।
জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের ব্যবসায়ী মৃত রইচ উদ্দীনের ছেলে এনামূল গতকাল রবিবার অনুমানিক ৪টার দিকে গাংনী-কুষ্টিয়া সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে গাংনী আখসেন্টার নামক স্থানে ৪/৫ জন লোক রাসত্মা অবরোধ করে এনামুলে কাছে থাকা ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যনত্ম মামলার প্রস্তুতি চলছিল।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item